Cyclone Remal Updates: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ, আরও শক্তি বাড়িয়ে 'সিভিয়ার সাইক্লোনে' পরিণত হচ্ছে রেমাল
Continues below advertisement
আসছে 'রেমাল', পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর হল নিম্নচাপ। ক্যানিং থেকে ৪৮০ কিলোমিটার দূরে রয়েছে এই গভীর নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে নিম্নচাপের দূরত্ব ৩৮০ কিলোমিটার। নিম্নচাপের জেরে দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। আজ সন্ধের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। কাল সকালের মধ্যে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। আগামীকাল মধ্যরাতে ভারতের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে ঢুকবে 'রেমাল'। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার।
Continues below advertisement
Tags :
Thunderstorm Weather Weather Alert Cyclone Alert Rain Weather Today KOLKATA Cyclone Remal Cyclone Remal Updates