West Bengal Weather Update:ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আসছে মিগজাউম
Continues below advertisement
অন্যদিকে, রাজ্যে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় তাপমাত্রার ( Kolkata Temperature ) পারদ আরও একটু নামল। ১৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা।
ডিসেম্বরের শুরুতেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। কাল আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত ( Cyclone Migzaum )। রবিবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। গভীর নিম্নচাপে পরিণত হবে পরের দিনই। তবে আপাতত এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে মিগজাউম। এই নাম মায়ানমারের দেওয়া।
Continues below advertisement