Weather Update : পুজোর শেষবেলায় বৃষ্টি-অসুরের চোখরাঙানি!
নবমীর (Navami Rain In Kolkata ) বেলা গড়াতেই বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা! জেলা থেকে কলকাতা, কোথাও ঝমঝমিয়ে নামল বৃষ্টি, কোথাও আবার বৃষ্টির সঙ্গে জুড়ল বজ্রপাতের হুঙ্কার! পুজোর শেষবেলায় বৃষ্টি-অসুরের চোখরাঙানি! আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে। যার ফলে কলকাতা-সহ ভিজল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা।