West Bengal News: গরমে পুড়ছে বাংলা! কী ছবি বাঁকুড়া-পুরুলিয়ার মত একাধিক জেলার? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: গরমে পুড়ছে বাংলা, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার উপকূল-সহ ৬টি জেলায় বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) । ১৯৮০ সালের পর রেকর্ড গরম কলকাতায় (Kolkata)। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৮০ সালের এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৪ দিন শুষ্ক গরম বজায় থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) সাত জেলায়। তাপপ্রবাহ চলবে কলকাতাতেও (Kolkata)। গতকাল ছিল মরশুমের উষ্ণতম দিন। দুপুর আড়াইটেতে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৪ বছর পর এপ্রিলে এই জায়গায় পৌঁছল পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর,তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকবে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া। মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও  চলবে তাপপ্রবাহ। শনিবার কলকাতায় হতে পারে আবহাওয়ায় পরিবর্তন। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়তে পারে আগামী সোম কিংবা মঙ্গলবার থেকে। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram