Weather Update: আজ কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা? ABP Ananda Live

Continues below advertisement

Weather Update: আজ একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে আগামী ৩ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু'দিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। আগামী ৩ দিন উষ্ণ আবহাওয়া সর্তকতা দক্ষিণ ২৪ পরগনায়। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর-সহ তিন জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

উত্তরে বৃষ্টি, দক্ষিণে হাঁসফাঁস গরম। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে ২ থেকে ৩ দিন দেরি হতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপের দাপট থেকে রেহাই মিললেও, গুমোট গরমের অস্বস্তি অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহ শেষে গরম আরও বাড়বে। আজ সন্ধেয় কলকাতা-সহ দুই চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতেও বেশিক্ষণ স্বস্তি মিলবে না। বজায় থাকবে গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram