Weather Update: আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা। আগামী কয়েকদিনে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতেও চলবে তাপপ্রবাহ। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনাতেও তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন মালদা, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জে ৪১.৭ ডিগ্রি। মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, পানাগড়ে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।