Weather Update: স্বস্তির বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫ জেলায়।আগামীকাল একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ৩ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু'দিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। আগামী ৩ দিন উষ্ণ আবহাওয়া সর্তকতা দক্ষিণ ২৪ পরগনায়।তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর-সহ তিন জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবার ব্যহত হওয়ার জেরে একেই ভোগান্তি অফিস ফেরৎ যাত্রীদের। বাসের ভিড়ে, ঘাম মুছতে মুছতে রুমাল চপচপে। একটু ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ভিতরে আসবে ? ঘরে ফিরেও খুব একটা স্বস্তি নেই। যখন এমন আশা নিয়েই গত কয়েকদিন ধরে হাতের কর গুণছে, ঠিক তখনই একরাশ কালো মেঘে ঢাকা নিরাশ করা খবরই এল পূর্বাভাসে। আগামীকাল ৯ জুন, ১০ জুন এবং ১১ জুন তিন দিন কলকাতায় বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামীকাল এবং আগামী সপ্তাহের শুরু অবধি কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর (Weather Office)।