Weather Today: শীত-সুখ আপাতত শেষ, আবহাওয়ার মুড স্যুইংয়ে ঊর্ধ্বমুখী হল পারদ
Continues below advertisement
শীত-সুখ আপাতত শেষ। ফের আবহাওয়ার মুড স্যুইং। পুবালি হাওয়ার হাত ধরে ঊর্ধ্বমুখী হল পারদ। এক ধাক্কায় চার ডিগ্রি বেড়ে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬। আবহাওয়া দফতর জানিয়েছে, আজই বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। ঝাড়খণ্ডেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। আজ পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।
Continues below advertisement