West Bengal: WBCS পরীক্ষার ফল এখনও কেন বেরলো না. মুদিয়ালিতে PSC অফিস অভিযান
নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা যখন রাস্তায় লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার মধ্যেই মুদিয়ালিতে PSC অফিস অভিযান করল PSC দুর্নীতি মুক্ত মঞ্চ। 2020 সালের WBCS পরীক্ষার ফল এখনও কেন বেরলো না, নতুন নিয়োগের কোনও বিজ্ঞপ্তি কেন প্রকাশিত হচ্ছে না, এমন একাধিক প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন মঞ্চের সদস্যরা।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE PSC ABP Ananda Digital ABP Ananda WBSC ABP Ananda Bengali News