Weather Today: কালীপুজোর আগেই রাজ্যজুড়ে শীতের আমেজ, ভাইফোঁটাতেও বজায় থাকবে হিমেল ভাব?
হেমন্তের দুয়ারে কড়া নাড়ছে শীত। উত্তুরে হাওয়ার হাত ধরে কালীপুজোর আগেই রাজ্যজুড়ে শীতের আমেজ। ভাইফোঁটাতেও বজায় থাকবে হিমেল ভাব। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে কলকাতায় তাপমাত্রা থাকবে ২০-২২ ডিগ্রির ঘরে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শীতের আমেজ বেড়েছে।