West Burdwan Arms recovered : পশ্চিম বর্ধমানে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার, অভিযানে STF
পশ্চিম বর্ধমানের সালানপুরে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, আজ সকালে সালানপুরের রূপনারায়ণপুরে বাস থেকে ভারী ব্যাগ নিয়ে হাঁটছিল দুই সন্দেহভাজন। পুলিশ তাদের আটক করে। ২ জনের কাছ থেকে উদ্ধার হয় ২টো কার্বাইন, ২টো সেভেন এম এম পিস্তল, ৩টে নাইন এম এম, ৫টা ওয়ান শটার, ৩টে ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি। এত অস্ত্র কোথা থেকে, কী উদ্দেশ্যে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে।
Tags :
Bangla News Bangla News Live West Burdwan Arms Recovered Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News