West Burdwan News:ভোট ছাড়া কীভাবে GS এবং AGS পদ ? কাটোয়া কলেজের প্রিন্সিপালের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক
ABP Ananda LIVE : পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক। কাটোয়া কলেজের প্রিন্সিপালের দেওয়া বিজ্ঞপ্তিতে জ্বল জ্বল করছে জেনারেল সেক্রেটারি ও অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারির নাম । রাজ্য ২০১৭ সালের জানুয়ারী মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র ভোট,তবে প্রশ্ন উঠছে নির্বাচন ছাড়া কীভাবে কাটোয়া কলেজে ছাত্র সংসদ গঠন হয়ে গেল? কীভাবে পেল GS এবং AGS পদ ? ছাত্রদের একাংশের দাবি, কলেজ কতৃপক্ষ ,দিন দশেক আগে ছাত্র সংসদের কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটির হাতে তুলে দেওয়া হয় ছাত্র সংসদের চাবি।রীতিমত, ফিতে কেটে খোলা হয় ইউনিয়ন রুম, কলেজের অধ্যক্ষকে প্রদীপ জ্বালাতে দেখা যায়। বিরোধীদের অভিযোগ ছাত্র সংসদের নির্বাচন না হলেও কলেজে কলেজে যে ইউনিয়নই বকলম চলছে এটাই তার জলজ্যান্ত উদাহরণ।