Vidyasagar University: ইতিহাসের পর এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
ABP Ananda LIVE: যত বিতর্ক বিদ্য়াসাগর বিশ্ববিদ্যালয়ে, ইতিহাসের প্রশ্নপত্রে ইতিহাস বিকৃতি।ইতিহাসের প্রশ্নপত্রে বাঙালি বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা! এই নিয়ে তোলপাড় শিক্ষামহল, এর আবহেই ফের বিতর্কে প্রশ্নপত্র। ইতিহাসের পর এবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল! এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় । ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে 'সন্ত্রাসবাদী', রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নেও বিতর্ক! ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল । সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল, জানাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগেই বাতিল, পরীক্ষার্থীদের চরম হয়রানি।
আরও খবর...
'বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা...', শুভেন্দুর নিশানায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান
'মেদিনীপুরের বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, ২০২৩ সালেও একই ঘটনা। ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য', পোস্ট শুভেন্দু অধিকারীর। 'বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। উল্টে তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে', আক্রমণ শুভেন্দু অধিকারীর।