TMC: বিজেপি থেকে যোগদানকারীদের অশুভ শক্তি বলে তীব্র আক্রমণ দাঁতনের তৃণমূল বিধায়কের
বিজেপি থেকে যোগদানকারীদের অশুভ শক্তি বলে তীব্র আক্রমণ শানালেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। দলের গাইডলাইন মেনেই যোগদান। পাল্টা বললেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলে আদি-নব্যের দ্বন্দ্ব বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।