Suvendu Adhikari: 'নাগরিকদের নতুন করে কীসের নাগরিকত্ব দেবেন'? সিএএ ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর
সিএএ ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর। 'মুখ্যমন্ত্রী বারবার বলেন, নাগরিকদের নতুন করে কীসের নাগরিকত্ব দেবেন। তাহলে কেন এখনও মতুয়াদের কাছে ৭১ সালের আগের জমির দলিল চাওয়া হয়? ঠাকুরের কাছে প্রার্থনা করি, ২০২৩-এ যেন সিএএ চালু হয়', নদিয়ার ধানতলায় মতুয়াদের অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য শুভেন্দুর
Tags :
West Bengal Bangla News Bangla News Live Calcutta Highcourt Bengali News TMC ABP Ananda LIVE BJP Suvendu Adhikari ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News