School service Commission: 'স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন', কেন বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু

West Bengal News: 'স্কুল সার্ভিস কমিশন (School service Commission) এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন', এরাই তথ্যপ্রমাণ নষ্ট করছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)। 'গোঠা হাইস্কুল সংক্রান্ত মামলায়। এসএসসি (SSC) ও মধ্যশিক্ষা পর্ষদের থেকে প্রয়োজনী সাহায্য মিলছে না'। বিচারপতির কাছে অভিযোগ সিআইডি-র। 'সিআইডি-র উপর আস্থা আছে, কিন্তু এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেফতার করা না হলে কী তদন্ত হচ্ছে?'। সিআইডি-কে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'কোনও কর্মীর নথি কমিশন বা পর্ষদে না পেলে সরাসরি স্কুলে যান, নথি সংগ্রহ করুন'। 'এটা কি বিরাট কোনও কাজ?' সিআইডি-কে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিচারপতির কাছে আরও ১৫ দিন সময় চাইল সিআইডি। যাদের নামে অভিযোগ, তাদের থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা, বিবেচনা করতে রাজ্যকে নির্দেশ বিচারপতির। সোমবার মামলার পরবর্তী শুনানি। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola