Mamata Banerjee: 'ব্লকে ব্লকে নজর রাখুন, আধার কার্ড কাদের বাদ যাচ্ছে লক্ষ্য রাখুন', মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের
Adhaar Card: আধার কার্ড (Adhaar Card) বাতিলের অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। 'অনেকের আধার লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে'। 'জামালপুরে ৫০ জনের আধার লিঙ্ক কেটে দেওয়া হয়েছে'।'বর্ধমান, উত্তর ২৪ পরগনা, উত্তরবঙ্গেও আধার কার্ড বাতিলের চেষ্টা হচ্ছে'। 'ভোটের আগে মানুষ যাতে পরিষেবা না পায়, সেই জন্য আধার কার্ড বাতিল করা হচ্ছে'। 'বাংলার মানুষ ভয় পাবেন না, সবাই সব প্রকল্পের সুবিধা পাবেন'। 'ব্লকে ব্লকে নজর রাখুন, আধার কার্ড কাদের বাদ যাচ্ছে লক্ষ্য রাখুন'। 'কালই পোর্টাল চালু হবে, অভিযোগ জানান, ব্যবস্থা নেব'। ABP Ananda LIVE