Udyan Guha: শীতলকুচির সভা থেকে কী বললেন উদয়ন গুহ ? | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: এই পার্টি অফিস খোলার জন্য যদি কোন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে আঘাত আসে তাহলে বিজেপির পাঁচজন কর্মীর গায়ে আঘাত আসবে এই শপথ নিতে হবে। আগামীকাল দিনহাটার ভেটাগুড়িতে বন্ধ হয়ে থাকা তৃণমূলের দুটি পার্টি অফিস খোলা হবে, যদি ওই পার্টি অফিস দুটি আবার ভাঙ্গা হয় তাহলে শপথ নিতে হবে কোচবিহার জেলাতে বিজেপির একটিও পার্টি অফিস থাকবে না। আজ শীতলকুচির সভা থেকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ।
Continues below advertisement