ABP News

CBI: 'প্রাথমিকে দুর্নীতি প্যান্ডোরার বাক্স', মন্তব্য সিবিআইয়ের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'প্রাথমিকে দুর্নীতি (Primary Corruption) প্যান্ডোরার বাক্স, একটা তদন্ত করতে গিয়ে উঠে আসছে আরেকটা দুর্নীতি', প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত রিপোর্ট পেশ করে মন্তব্য সিবিআইয়ের (CBI) নিয়োগ দুর্নীতি ইংরেজির আট সংখ্যার মতো, শেষই হচ্ছে না, সওয়ালে বলল সিবিআই, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত রিপোর্ট পেশ করল ইডি-সিবিআই, 'টাকার উৎস খুঁজে পেয়েছেন?' কেন্দ্রীয় এজেন্সিকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার, 'কখনওই শেষ না হওয়ার মতো উৎস, আমরা অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি', জানাল ইডি । 'দ্রুত তদন্ত শেষ হওয়ার কোনও সম্ভাবনা আছে?' প্রশ্ন বিচারপতির, 'প্যান্ডোরার বাক্স, একটা দুর্নীতির তদন্ত করতে গিয়ে আরেকটা দুর্নীতি উঠে আসছে' , এটা ইংরেজির আট সংখ্যার মতো, শেষ হচ্ছে না, সওয়ালে বলল সিবিআই, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট এল? জানতে চাইলেন বিচারপতি,না আসেনি, আদালতে জানাল সিবিআই, 'এখনও আসেনি? ২ মাস হয়ে গেছে', 'ওটা ব্যবহার না করতে পারলে তদন্তে কি সুবিধা হবে?' মন্তব্য বিচারপতির। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola