Kunal Ghosh: শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের? ABP Ananda Live
West Bengal News: 'সিবিআই, (CBI) ইডি (ED) বা রাজ্য পুলিশ, যে কেউ গ্রেফতার করতে পারবে শেখ শাহজাহানকে (Seikh Sahajahan)'। সন্দেশখালি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। ৭ ফেব্রুয়ারির নির্দেশনামায় পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় রাজ্যপুলিশি তদন্তে স্থগিতাদেশের অংশে পরিবর্তন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য। 'আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করলে, কোন মামলায় গ্রেফতার দেখাতে হবে'। হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল রাজ্যের। 'তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন'। রাজ্য সরকারের উদ্দেশে মন্তব্য প্রধান বিচারপতির। 'পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্যপ্রমাণ বিকৃত করবে'। 'রাজ্য পুলিশ গ্রেফতার করলে লঘু ধারায় মামলা হবে'। 'শেখ শাহজাহানের জামিনের সুবিধা হবে'। সিবিআই গ্রেফতার করলে কোনও অসুবিধা নেই, সওয়াল ইডির। এ প্রসঙ্গে কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের? ABP Ananda Live