Mahua Moitra: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কী পদক্ষেপ? ABP Ananda Live

Continues below advertisement

'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কী পদক্ষেপ? ৭ নভেম্বর ফের বৈঠকে বসছে লোকসভার এথিক্স কমিটি। 'স্পিকারের কাছে জমা দিতে রিপোর্টের খসড়া তৈরি হবে বৈঠকে। খসড়া রিপোর্টে নেওয়া হবে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিলমোহর: সূত্র। দর্শন হীরানন্দানিকে তাঁর হলফনামা নিয়ে নিজে প্রশ্ন করতে চেয়েছিলেন মহুয়া। যদিও আর কোনও সাক্ষীকে ডাকা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এথিক্স কমিটি: সূত্র। এর আগে ২ নভেম্বর মহুয়াকে তলব করে জিজ্ঞাসাবাদ করে এথিক্স কমিটি। ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে এথিক্স কমিটির বৈঠক ত্যাগ করেন মহুয়া। দুই অভিযোগকারী নিশিকান্ত দুবে ও জয় অনন্ত দেহাদ্রাইকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে এথিক্স কমিটি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram