Kaustav Bagchi: তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি কৌস্তভ বাগচীর | ABP Ananda LIVE
Kaustav Bagchi: তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি কৌস্তভ বাগচীর। 'অভিষেককে তলব করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেনে কে সি বেণুগোপাল। আবার অধীর চৌধুরী বলছেন, সব চোর ধরা পড়ুক', কংগ্রেসের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, দাবি কৌস্তভ বাগচীর।