Sandeshkhali Incident: এখনও ভয়ে কাঁপছে সন্দেশখালি। ABP Ananda Live
West Bengal News: এখনও ভয়ে কাঁপছে সন্দেশখালি (Sandeshkhali), 'ড্যামেজ কন্ট্রোলে' তৃণমূল (TMC)। 'অভিযোগ' শুনতে সন্দেশখালির গ্রামে গ্রামে তৃণমূলের দল। 'এখনও কেন ফেরার শেখ শাহজাহান, শিবু হাজরা (Shibu Hazra)?' তৃণমূল নেতাদের কাছেই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। ভেড়ি দখল, লিজের টাকা আটকে রাখা, অত্যাচার-সহ একাধিক অভিযোগ । অভিযোগ পাচ্ছি, শীর্ষ নেতৃত্বকে জানাব, দাবি তৃণমূলের প্রতিনিধি দলের। ABP Ananda Live