Kajal Ghosh on Anubrata: 'অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না', মন্তব্য় কাজল শেখের
Continues below advertisement
'সংগঠনের কোনও পরিবর্তন হবে না', 'বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে', 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার', 'অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না', 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে', 'বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না', দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া কাজল শেখের। 'অনেক কষ্ট, পরিশ্রম করে বীরভূমে দলকে তৈরি করেছেন অনুব্রত'
'বীরভূম জেলায় অনুব্রতর ভূমিকা ছিল আছে থাকবে', প্রতিক্রিয়া তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের, 'অনুব্রত মণ্ডলের প্রভাব রেখেছিলেন কাজল শেখের ওপরে', 'কাজল এখন প্রভাবমুক্ত হয়ে ভুলভাল বলছেন', প্রতিক্রিয়া বিজেপির বীরভূম জেলার সভাপতি ধ্রুব সাহার
Continues below advertisement