JU: 'পুলিশকে কী বলতে হবে, বয়ান ঠিক করে দেয় সৌরভ', জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য
Continues below advertisement
যাদবপুরকাণ্ডে ধৃতদের জেরায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। 'নদিয়ার ছাত্র পড়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যে জেনারেল বডি-র মিটিং ডাকে সৌরভ, হস্টেল ক্যাম্পাসের মধ্যেই খোয়ার মাঠে প্রথম জিবি সৌরভের'। ৯ অগাস্ট রাত ১১.৪৫-এ পড়ে যায় ছাত্র, ৫ মিনিটের মধ্যে ডাকা হয় জিবি।
'কোনও প্রশ্ন নয়, যা বলছি শুনতে হবে, জুনিয়রদের ধমক দিয়ে বলে সৌরভ। পুলিশকে কী বলতে হবে, ছাত্রদের বয়ান ঠিক করে দেয় সৌরভ। ধৃত নাসিম আখতারকে হাসপাতালের পরিস্থিতি জানতে পাঠায় সৌরভ চৌধুরী'। সৌরভের শেখানো বুলি পুলিশের জেরায় বলছে ধৃতরা: সূত্র।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News