Kunal Ghosh: তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ্বে ফিরহাদ হাকিমের বক্তব্য়র কী প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ? ABP Ananda Live
West Bengal News: বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে অভিষেকের তত্ত্ব, খারিজ করলেন ফিরহাদ (Firhad Hakim)। 'আমরা স্বেচ্ছাসেবক, চাকরি করছি না, যার গ্রহণযোগ্যতা, সেই প্রার্থী'। 'মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা আছে, তাকেই প্রার্থী করে পার্টি'। 'নবীন হোক বা প্রবীণ, মানুষের কাছে গ্রহণযোগ্যতাটাই আসল'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রহণযোগ্যতা আছে বলেই আমরা আছি'। 'দলে সবার দরকার আছে, যেখানে অভিজ্ঞতার দরকার, সেখানে প্রবীণরা আছেন'। 'মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকলে, নবীন বা প্রবীণ যেই হোন, তাকে প্রার্থী করা প্রয়োজন'। 'আমি তো নবীন-প্রবীণের মাঝে, আমি তো মধ্যবয়স্ক'। 'আমি বাইরে কিছু বলব না, আমি যা বলার পার্টির ভিতরে বলব'। 'ডায়মন্ড হারবারে অভিষেকের গ্রহণযোগ্যতা বেশি, এরকম অনেকে আছেন'। বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে দলেই বিতর্ক, মুখ খুললেন ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে কী বললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)? ABP Ananda Live