Akhil Giri: 'রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি', মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা অখিল গিরির
মঞ্চ থেকে রাজ্যপালকে নিশানা করলেন কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। রাজ্যপালের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে নথি থাকার দাবি করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন। অখিল গিরির সেই ভিডিও পোস্ট করে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে রাজ্যপালকে ইমেল পাঠালেন বিরোধী দলনেতা। আর এবার অখিল গিরি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া এল বিধানসভার স্পিকারের তরফে। 'আমি গোটা বিষয়টি শুনেছি, এই ধরনের কথা উনি না বললেই পারতেন'। আমি এ ধরনের বক্তব্য অনুমোদন করছি না, মন্তব্য বিধআনসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।