Firhad Hakim: ফের কবে থেকে চালু হচ্ছে মঙ্গলাহাট? পরিদর্শনে গিয়ে জানালেন ফিরহাদ | ABP Ananda LIVE

Firhad Hakim on Mangala Hat : আগামী সোমবার থেকেই পর্যায়ক্রমে চালু হচ্ছে মঙ্গলাহাট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের চাপের মুখে ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের। গত ২০ জুলাই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় মঙ্গলাহাটের বহু দোকান। পোড়া জঞ্জাল সরিয়ে আজ থেকে সেখানে ব্যবসার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে গিয়ে ব্যবসায়ীরা দেখেন এখনও সরানো হয়নি মঙ্গলাহাটের পোড়া জঞ্জাল। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে আজই বৈঠকের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সমিতি। প্রাথমিকভাবে জঞ্জাল সাফ হতে দু-সপ্তাহ সময় লাগবে বললেও শেষপর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে নেন ফিরহাদ হাকিম। ঠিক হয় আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে কেনা-বেচার কাজ শুরু হবে মঙ্গলাহাটে

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola