Westbengal: কে হবেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার?
কে হবেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার (Commissioner)? প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজ্য সরকারের তরফে রাজভবনে পাঠানো হলেও, এখনও তাতে পড়েনি সিলমোহর। তবে কি এবার নয়া রাজ্য নির্বাচন কমিশনার নিয়েও রাজ্য সরকার ও রাজভবনের সংঘাত সামনে আসছে? এদিকে,বর্তমান রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে ২৮ শে মে।