Sagardighi: সাগরদিঘিতে জিতবে কে? ফলের আগেই তুঙ্গে উঠেছে কংগ্রেস-তৃণমূলের তরজা! | ABP Ananda LIVE
Continues below advertisement
সাগরদিঘিতে (Sagardighi) জিতবে কে? ফল বেরনোর আগেই তুঙ্গে উঠেছে কংগ্রেস-তৃণমূলের তরজা! সোমবার দু-নম্বরে থাকবেন বলেও, এদিন অবস্থান বদল করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল! সাগরদিঘিতে মোট ভোট পড়েছে ৭৮ শতাংশের সামান্য বেশি।
Continues below advertisement