Central Force:ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, কেন কেন্দ্রের স্কুলে থাকবে না? প্রশ্ন পর্ষদের।ABP Ananda LIVE
লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। এদিকে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য কলকাতা সহ শহরতলির একাধিক সকুলে অধিগ্রহণের নোটিস দিচ্ছে পুলিশ (Police Issues Notification)। ফলে ব্য়াহত হচ্ছে পঠনপাঠন। বেথুনে স্থগিত অষ্টম শ্রেণি পর্যন্ত পঠন-পাঠন। বন্ধ যোধপুর পার্ক গার্লস স্কুল। কেন কেন্দ্রের স্কুলে কেন্দ্রীয় বাহিনী (Central School) রাখা হবে না? এই পরিস্থিতিতে প্রশ্ন তুলেছে পর্ষদ।
Tags :
Central Force West Bengal Board Of Secondary Education Lok Sabha Election 2024 Central Schools