Agnimitra Pal: কেন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ? কী বললেন অগ্নিমিত্রা পাল?

Continues below advertisement

West Bengal News: ১৭ ঘণ্টার মধ্যেই আসানসোলে (Asansol) বিজেপির (BJP) উল্টো 'পবন'! ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিংহ (Pawan Singh)। গতকাল প্রার্থী ঘোষণা, আজই সরে দাঁড়ালেন ভোজপুরী শিল্পী পবন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীপদ থেকে সরলেন পবন। পবনকে প্রার্থী করার পর থেকেই বাংলা বিদ্বেষী বলে লাগাতার আক্রমণ তৃণমূলের। পবন সিংহর মিউজিক অ্যালবামের কভারপেজ পোস্ট করে লাগাতার আক্রমণ। পবনের বিরুদ্ধে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ তৃণমূলের। এই প্রসঙ্গে কী বললেন অগ্নিমিত্রা মিত্রা? ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram