JU Student Death : ভয়াবহ রাতে ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে ছোটেননি ডিন অফ স্টুডেন্টস? সুপারই বা কী করছিলেন?

Continues below advertisement

যাদবপুরকাণ্ডে ( Jadavpur University ) এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র-মৃত্যুর ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে এক ছাত্র ফোন করেছিল ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে। জানিয়েছিল, 'একটি ছাত্রের সমস্যা হচ্ছে, তাঁকে ক্যাম্পাস থেকে বলা হচ্ছে - হস্টেলে থাকিস না, হস্টেলে থাকলে ঝাঁপ মারতে পারে।' 

সেদিন রাতে ডিন অফ স্টুডেন্টস সেই কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে। পরের ফোন রাত ১২টায়। তখন ডিন অফস্টুডেন্টস জানতে পারেন, এক ছাত্র পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি তিনি? হস্টেল সুপারই বা ডিন অফ স্টুডেন্টস-এর ফোন পেয়ে কী ব্যবস্থা নিয়েছিলেন? ডিন অফ স্টুডেন্টস বা হস্টেল সুপার সক্রিয় হলে ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি আটকানো যেত বলে মনে করছে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram