Teacher Salary : অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি হচ্ছে কেন : রাজাশেখর মান্থা

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া দেওয়া নিয়ে এত বিলম্ব কেন? এই প্রশ্ন তুলে আদালতের কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হল উপস্থিত স্কুল পরিদর্শকদের। দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ( Rajasekhar Mantha ) ।

গোটা কর্মজীবনে শিক্ষকতার শেষে, অবসরকালীন আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক ( Retired Teacher) । আদালত বকেয়া মেটানোর নির্দেশ দিলেও, বহু আবেদনকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁদের পাওনা ঠিকমতো পাচ্ছেন না বলে ফের অভিযোগ ওঠে! শুক্রবার এ নিয়ে আদালত অবমাননার একাধিক মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই শুনানিতেই বিচারপতি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি হচ্ছে কেন? শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত!   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola