Teacher Salary : অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি হচ্ছে কেন : রাজাশেখর মান্থা
অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া দেওয়া নিয়ে এত বিলম্ব কেন? এই প্রশ্ন তুলে আদালতের কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হল উপস্থিত স্কুল পরিদর্শকদের। দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ( Rajasekhar Mantha ) ।
গোটা কর্মজীবনে শিক্ষকতার শেষে, অবসরকালীন আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক ( Retired Teacher) । আদালত বকেয়া মেটানোর নির্দেশ দিলেও, বহু আবেদনকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁদের পাওনা ঠিকমতো পাচ্ছেন না বলে ফের অভিযোগ ওঠে! শুক্রবার এ নিয়ে আদালত অবমাননার একাধিক মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। সেই শুনানিতেই বিচারপতি বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি হচ্ছে কেন? শিক্ষকদের ক্ষেত্রে সরকারকে আরও সচেতন হওয়া উচিত!