Valentines day: ভালবাসার মরশুমে স্বামীর মাথা ফাটালেন স্ত্রী

Continues below advertisement

ভ্যালেন্টাইস ডে-র (Valentines day) আগে স্বামীর (Husband) কাছে ১৫ হাজার টাকা চেয়েছিলেন স্ত্রী (Wife)। দিতে না পারায়, কাচের গ্লাস ছুড়ে স্বামীর মাথা ফাটানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গাড়ির (Car) চাবি কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। মাথায় ৬টি সেলাই পড়েছে স্বামীর। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, বছর আটেক আগে ভালবেসেই বিয়ে করেন অজিত চৌধুরী ও মামণি মণ্ডল। ভালবাসার মরশুমে প্রেমের সম্পর্কের এ হেন পরিণতিতে হতবাক প্রতিবেশীরা। অভিযুক্ত স্ত্রীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram