Sundarbans: প্রচণ্ড গরমে নাজেহাল বন্যপ্রাণ,কাহিল হয়ে পড়েছে রয়্য়াল বেঙ্গলও | ABP Ananda LIVE

Continues below advertisement

Sundarbans: প্রচণ্ড গরমে নাজেহাল বন্যপ্রাণ। কাহিল হয়ে পড়েছে রয়্য়াল বেঙ্গলও (Royal Bengal Tiger)। এই অবস্থায় বাঘেদের স্বস্তি দিতে বেশ কিছু ব্য়বস্থা নিচ্ছে বন দফতর (Forest Depertment)। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ও বর্ধমান জুলজিক্যাল পার্কে অন্তত ২ বার স্নান করানো হচ্ছে বাঘেদের। খাওয়ানো হচ্ছে ORS।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram