Ganga Arati: কিছুদিনের মধ্যেই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু হবে গঙ্গা আরতি, বাবুঘাটকে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা | Bangla News
কিছুদিনের মধ্যেই বারাণসীর ধাঁচে কলকাতায় শুরু হবে গঙ্গা আরতি। সেই জন্য বাবুঘাটকে চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। এই ঘাটেই দুর্গাপ্রতিমা বিসর্জন হয়। ইতিমধ্যেই শুরু হয়েছে গঙ্গা আরতির প্রস্তুতি। পুরসভা জানিয়েছে, গঙ্গা আরতির গ্রাফিকাল ডিজাইন তৈরি করা হয়েছে। গঙ্গামূর্তি ও যে প্রদীপ দানি ব্যবহার করা হবে, তা নির্বাচনও হয়ে গিয়েছে।
Tags :
Bangla News Bangla News Live Babughat Ganga-Arati Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News