Madan Mitra: 'কর্মীরা জানে কাকে কোথায় কীভাবে মিক্সচার দিতে হবে', মদনের মিক্সচার-দাওয়াই | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'দমদম মানে দাওয়াই, ধোলাই তো বলছি না', 'তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে', শেষ দফা ভোটের আগে হুঁশিয়ারির সুর মদন মিত্রর গলায় 

 শেষ দফার ভোটে (Loksabha Election 2024) ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন ( Election Commission Of India)। সূত্রের খবর, বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। ভোটগ্রহণের সময় ক্যামেরা সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে জবাব দিতে হবে প্রিসাইডিং অফিসারকেই। কমিশন সূত্রে খবর, গাফিলতি নজরে আসলে সরিয়ে দেওয়া হবে প্রিসাইডিং অফিসারকে। বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হতে পারে।            

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram