Electoral Bond: 'বন্ডে বিশ্বের বড় দুর্নীতি', অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্যের ভিডিওয় তোলপাড়। ABP Ananda Live
শুধু দেশ নয়, নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি! কেরল কংগ্রেসের পোস্ট করা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্যের ভিডিওয় তোলপাড়। মুখে কুলুপ বিজেপির।
ভয় দেখিয়ে, টেন্ডার পাইয়ে বন্ডের নামে চাঁদা। নির্মলা সীতারমনের স্বামীর মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণে কংগ্রেস। নেপথ্যে এজেন্সি, কটাক্ষ তৃণমূলেরও।
ইডির বাজেয়াপ্ত করা দুর্নীতির টাকা ফিরবে বাংলায়? প্রার্থীকে আশ্বাস মোদির।
ভোটের মুখে টাকা ফেরানোর গ্যারান্টি মোদির। বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের।ফের মিথ্যা প্রতিশ্রুতি, কটাক্ষ বিকাশের। লুঠের টাকা ফেরত পাবে মানুষ, পাল্টা বিজেপি।
বসিরহাটের রেখার পর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রীর। বাংলায় পরিবর্তন হবেই, দুর্নীতি স্বমূলে উৎখাত করবে বিজেপি, বললেন মোদি।