Durga Puja 2022: পৌরাণিক ও বেদ মতে মা দুর্গার আরাধনা, ২৬৬ বছরে পা দিল শোভাবাজার রাজবাড়ির পুজো

Continues below advertisement

২৬৬ বছরে পা দিল শোভাবাজার রাজবাড়ির পুজো। পৌরাণিক ও বেদ মতে এখানে পূজিত হন মা দুর্গা। রীতি মেনে আজ সকালে দেবীর মহাস্নান হয়।  তারপর শুরু হয়েছে অষ্টমীপুজো। আজই দুপুরে হবে কুমারী পুজো। শোভাবাজার রাজবাড়িতে জড়ো হয়েছেন আত্মীয়-পরিজনেরা৷ অষ্টমী পুজোর পাশাপাশি, শোভাবাজার রাজ পরিবারে চলছে ভোগরান্নার প্রস্তুতিও৷

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram