Yaas Cyclone Preparation: জল-সঙ্কট রুখতে উদ্যোগ, হিঙ্গলগঞ্জে পুকুরের জল শোধন করে তৈরি হচ্ছে পানীয় জলের পাউচ

Continues below advertisement

বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় 'ইয়াস' পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। উপকূল ও পার্শ্ববর্তী এলাকা থেকে বাসিন্দাদের ফ্লাড সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু। বাঁধ মেরামতি দেখতে ড্রোনের সাহায্যে নজরদারি প্রশাসনের। 

সতর্ক হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। গত কয়েকদিন ধরে জেলা শাসকের উদ্যোগে দফায় দফায় বৈঠক চলছে। জেলা প্রশাসন সবথেকে বেশি জোর দিচ্ছে পানীয় জলে। পানীয় জলের সমস্যা যাতে না তৈরি হয় তার জন্য হিঙ্গলগঞ্জ থানার পুকুর থেকে জল পরিশোধন করে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে পানীয় জলের পাউচ তৈরি করা হচ্ছে মেশিনের সাহায্যে। প্রত্যেকটি পাউচে সাড়ে তিনশো এমএল করে জল থাকছে। ঘণ্টায় তৈরি হবে পাঁচ হাজার জলের পাউচ। সকাল থেকেই সেই জলের পাউচ তৈরির কাজ শুরু হয়ে গেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram