Yellow Alert: মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা
Continues below advertisement
মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। জল বাড়ায় কোচবিহার শহরের কেশব আশ্রম থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তোর্সা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। নদী তীরবর্তী নীচু এলাকায় প্রায় সব বাড়িতেই জল ঢুকেছে। বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর আগে মাথাভাঙার মানসাই ও তুফানগঞ্জের রায়ডাক নদীতেও জারি হয়েছে হলুদ সতর্কতা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Coochbehar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Yellow Alert এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Torsha River এবিপি আনন্দ