BJP: উত্তরপ্রদেশের গুণ্ডারাজ এখন বাংলায়, তাই মানুষকে সাবধান করেছেন যোগী, মন্তব্য দিলীপ ঘোষের | Bangla News

Continues below advertisement

‘ভোটাররা (Voters) সাবধান হোন। আপনাদের ভুলের জন্য বিজেপি (BJP) যদি ক্ষমতায় না আসে, তবে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অবস্থা হবে বাংলা (West Bengal), কেরল (Kerala0, কাশ্মীরের (Kashmir) মতো।’

উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের দিন বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

এ প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘পরিস্থিতি থেকে বাঁচার জন্য উত্তরপ্রদেশের মানুষ গতবার যোগী আদিত্যনাথকে জিতিয়েছিলেন। যোগীজিও সেরকমভাবেই কাজ করেছেন। এখন কোনও মাফিয়া বাইরে নেই। হয় জেলের মধ্যে নাহলে রাজ্যের বাইরে। অনেক শহরে কার্ফু থাকত, দাঙ্গা হত। আজ সেই গুণ্ডারাজ বাংলায় চলে এসেছে। সেটা যোগীজি দেখেই মানুষকে সাবধান করেছেন।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram