Yogi Adityanath: হাথরসের ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন যোগী আদিত্যনাথ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু । হাথরসে মৃত্যুমিছিল, সামনে আসছে একের পর এক অনিয়ম । যে ধর্মগুরুর অনুষ্ঠানে এতবড় দুর্ঘটনা, এফআইআরে নামই নেই সুরজপালের! । দুর্ঘটনার আগেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান স্বঘোষিত ধর্মগুরু, দাবি সরকারি সূত্রের । ঘটনার পর থেকে খোঁজ নেই স্বঘোষিত ধর্মগুরু সূরজপাল ওরফে 'ভোলেবাবা' । এর আগেও একাধিক বার বিতর্কে জড়ান সূরজপাল, হাজতবাসও করেছেন । ২০০১: মৃতকে বাঁচিয়ে দেওয়ার বুজরুকির দায়ে জেলে যান 'ভোলেবাবা' । হাথরসের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম মুখ্য সেবায়েত দেবপ্রকাশ মধুকরের । হাথরসের সৎসঙ্গে ৮০ হাজারের অনুমতি নিয়ে আড়াই লক্ষের ভিড়! । কীভাবে এত মানুষের জমায়েত? জেলা প্রশাসনের গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ । পুণ্যার্থীদের সংখ্যা গোপনের পাশাপাশি তথ্য লোপাটের চেষ্টার অভিযোগ । 'ভোলেবাবা'র শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের । ঘটনার পর বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল । মইনপুরীতে সূরজপালের মোবাইল ফোনের লোকশন মিলেছে, দাবি পুলিশ সূত্রের