Governor: 'বিচার পাবেন', RG Kar-এ গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস রাজ্যপালের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। জুনিয়র চিকিৎসকদের ভাঙা আন্দোলন মঞ্চে গেলেন। তাঁর সামনেই 'বিচার চাই' স্লোগান উঠল। হাসপাতালের যে ১৮টি বিভাগে ভাঙচুর চলেছে, তা ঘুরে দেখলেন রাজ্যপাল। বিচার হবে বলে পড়ুয়াদের আশ্বাস দিলেন।

স্বাধীনতা দিবসের সকালে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বেলেঘাটায় ভাষা দিবসের শহিদ বেদি। গতকাল রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন হামলা চালিয়েছে বিজেপি ও সিপিএম, অভিযোগ তুলে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। গতরাতের আন্দোলনে ভয় পেয়ে তৃণমূল ইস্যু ঘোরানোর চেষ্টা করছে, পাল্টা দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের।

তৃণমূলের মুখপাত্র পদ থেকে অপসারিত প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর জি কর কাণ্ড নিয়ে সরব হওয়ার কারণেই কি কোপের মুখে শান্তনু?
আগেই অপসারণ করা হয়েছে শান্তনুকে, দাবি জয়প্রকাশ মজুমদারের। গতকালই বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। 'আর জি কর কাণ্ডে চক্রান্তে যাঁরা ছিল, তাঁদের রেয়াত করিনি', গতকাল মন্তব্য করেন তৃণমূল নেত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram