Titagarh Death: টিটাগড়ে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম যুবক, হাসপাতালে মৃত্যু ঘিরে বিক্ষোভ
টিটাগড়ে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম যুবক। হাসপাতালে মৃত্যু। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে ব্যারাকপুরে বিএন বসু হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় পরিজনরা। তবে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বরানগরে প্রোমোটারের মৃত্যু ঘিরে রহস্য। বালি ব্রিজের ওপর উদ্ধার বাইক। দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে উদ্ধার দেহ। পরশু থেকে নিখোঁজ ছিলেন প্রোমোটার।
কী কারণে মৃত্যু, তদন্তে পুলিশ।
প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য রবিবার দুপুর পর্যন্ত বন্ধ শিয়ালদা স্টেশনের ৫টি প্ল্যাটফর্ম। শিয়ালদা ডিভিশনের একাধিক শাখায় ব্যাহত রেল পরিষেবা। দিনভর চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। রেলের আশা, জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে।
ব্যস্ত সময়ে চরম ভোগান্তি। কোথাও সংক্ষিপ্ত করা হয়েছে রুট। সেইসঙ্গে দেরিতে চলাচল করছে ট্রেন।
এই দুর্ভোগ চলবে রবিবার পর্যন্ত। কারণ, ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য বৃহস্পতিবার মাঝরাত থেকে বন্ধ রয়েছে শিয়ালদা স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। রবিবার দুপুর পর্যন্ত তা বন্ধ থাকবে। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল চালু থাকলেও, অনেক ট্রেন দেরিতে ঢুকছে। কিন্তু কথায় বলে, টুডেজ পেন, টুমরোজ গেইন। আগামীর সুখের জন্য বর্তামানে যন্ত্রণা ভোগ।