Howrah News: চায়ের দোকানে বসেই স্বপ্ন দেখা, তেরঙ্গাকে সাক্ষী রেখে ‘মহাভারত’ রচনা যুবকের
Continues below advertisement
হাওড়ার (Howrah News) উলুবেড়িয়ার শ্যামপুরের কাঁঠালদহ গ্রামের ছেলে অনিমেষ মাজি। ছোট থেকে দেশ-বিদেশ ঘুরে দেখার স্বপ্ন ছিল। কিন্তু বাবার চানা-মুড়ির দোকান থেকে যা আয় হতো, তাতে বিশ্বদর্শন যে সম্ভব নয়, তা বুঝে গিয়েছিলেন। কিন্তু আশা ছাড়েননি ওই তরুণ। কোনও রকমে ২৫০০ টাকা এবং সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। স্বপ্নপূরণ হলে জয়ের মুহূর্ত বাঁধিয়ে রাখতে নিয়েছিলেন একটি তেরঙ্গাও। বলা বাহুল্য তা ওড়াতে সক্ষম হলেন তিনি (Howrah Man Touring India)।
Continues below advertisement