TMC Councilor Marriage Controversy:বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তৃণমূল কাউন্সিলরকে 'হুমকি', অভিযুক্ত যুব তৃণমূল নেতা।ABP Ananda LIVE
তৃণমূল কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব তৃণমূলেরই যুবনেতার, রাজি না হওয়ায় হুমকির অভিযোগ। বাড়িতে ঢুকে মত্ত অবস্থায় কাউন্সিলরের মা-বাবাকেও গালিগালাজের অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ। তৃণমূল নেতা প্রতীক দে-র বিরুদ্ধে হুমকির অভিযোগ। বাড়ি থেকে বেরোলে শারীরিক হেনস্থার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার যুব তৃণমূল নেতার
Tags :
Rajpur Sonarpur Municipality DISTRICT South 24 Parganas News TMC Councilor Marriage Controversy Youth TMC Leader Harasses TMC Councilor