ANANDA SHIKSHA SAMMAN : এবিপি আনন্দ শিক্ষা সম্মান পেয়ে কী জানাচ্ছেন সেন্ট অগাস্টিন স্কুলের ভাইস প্রিন্সিপাল
Continues below advertisement
বাংলার শিক্ষাক্ষেত্রের গরিমাকে কুর্নিশ। বাংলার শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের হাতে ‘শিক্ষা সম্মান’ তুলে দিয়ে শুক্রবারের সন্ধ্যায় সম্মানিত হল এবিপি আনন্দ। কোভিডকালে প্রায় ২ বছর ঘরবন্দি ছিল জীবন। তালা ঝুলে ছিল স্কুলে-কলেজে।
দীর্ঘ দিন পর অনলাইনের নির্ভরতা থেকে বেরিয়ে নতুন করে পুরনো জীবনে ফেরা। করোনার এই সঙ্কটকালে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা হয়ে উঠেছে আরও গুরুত্বপূর্ণ। শুক্রবার সেই সব শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের সম্মান জানাল এবিপি আনন্দ। তুলে প্রথমবার দেওয়া হল ‘এবিপি আনন্দ শিক্ষা সম্মান’।
এবিপি আনন্দ শিক্ষা সম্মান পেয়ে কী জানাচ্ছেন সেন্ট অগাস্টিন স্কুলের ভাইস প্রিন্সিপাল।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Exclusive এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ ABP Ananda Sikkha Samman 2022 Ananda Shiksha Samman ABPAnandaSikhhaSamman SaintAugastinSchool