Ananda Sikhsha Samman: এগিয়ে যাওয়া আলোর পথে I এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৫, পর্ব ১
ABP Ananda LIVE : এবিপি আনন্দ শিক্ষা সম্মান,এমন একটি মঞ্চ যেখানে আমরা কুর্নিশ জানাই তাদের, যাঁরা আক্ষরিক অর্থেই ভবিষতের ভিত গড়ে চলেছেন।যাদের হাতে গড়ে ওঠে সমাজ।গড়ে ওঠে সভ্যতা ও আগামী প্রজন্মের মেরুদণ্ড, তারা হলেন আমাদের শিক্ষক সমাজ।এবিপি আনন্দ শিক্ষা সম্মান শুধু একটি অনুষ্ঠান নয়,এটি একটি সম্মান। আর এই সম্মানেই সমগ্র শিক্ষকসমাজের উদ্দেশে বলতে পারি, শিক্ষকদের কারণে আমরা এগোতে পারি আলোর পথে ।
আরও খবর...
একদিন আগেই নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ, ইরানে হামলার পর আমেরিকার নিন্দা পাকিস্তানের
নোবেল শান্তি পুরস্কারের জন্য একদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ। কিন্তু রাত গড়াতেই বিড়ম্বনা বাড়ল পাকিস্তানের। ইরানে পরমাণু গবেষণা কেন্দ্রে পর পর হামলা চালিয়েছে আমেরিকা। এমন পরিস্থিতিতে হামলার তীব্র নিন্দা করতে হল ইসলামাবাদকে। উত্তেজনা কমিয়ে পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের পক্ষে সওয়াল করল তারা। ফলে আমেরিকা, না ইরান, কাদের পক্ষ নেবে তারা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। (Iran-Israel War)